দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় আবু বকর হাওলাদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের টেসোল নামক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, সন্ধ্যার দিকে আবু বকর হাওলাদার দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে আবু বকর মারা যান।

আবু বকরের বাড়ি মাদারীপুর জেলার রায়ের কান্দি। তার পিতার নাম লোকমান হাওলাদার।