
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহানের পর এবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে করোনাভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শুরু হয়েছে। সিউলের ইতাইওয়ন এলাকার নাইটক্লাব থেকে এ সংক্রমণ শুরু হয়েছে।
এরই মধ্যে সেখানে শতাধিক লোক আক্রান্ত হয়েছেন। নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা করার পরিকল্পনা করেছে চীন। এশিয়ার এ দুটি দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখেও ভয় পাচ্ছে না ইউরোপের দেশগুলো।
স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে ইতোমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে। ধীরে ধীরে চালু হচ্ছে স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দু’লাখ ছাড়িয়ে গেলেও দেশব্যাপী লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৮৫ হাজার ১৮৫ জন। মারা গেছেন ২ লাখ ৮৮ হাজার ১৫২ জন। অবস্থা আশঙ্কাজনক ৪৬ হাজার ৮২৪ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ১৯৩ জন, মারা গেছেন ৩ হাজার ৪০৩, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪ হাজার ২৪৮। বিশ্বে করোনায় সুস্থতার হার ৮৪ শতাংশ, মৃত্যুহার ১৬ শতাংশ। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৮ জন।
দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ৮৭ হাজার ৪০৭, মৃত্যু হয়েছে ৮১ হাজার ৯০৯ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন, মারা গেছেন ২৬ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১২৩। ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন, মারা গেছেন ৩০ হাজার ৭৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ২৩ হাজার ২৬০, মারা গেছেন ৩২ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১০ জনের। ভারতে করোনা রোগীর সংখ্যা ৭১ হাজার ৪৪১, মারা গেছেন ২ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮২ জনের।
কোরিয়ায় নাইটক্লাব থেকে আক্রান্ত শতাধিক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে লকডাউন শিথিল করার পর নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১০২ জন। এর বেশিরভাগই বিভিন্ন নাইটক্লাবে যাতায়াতকারী। ফলে সিউলের ইতাইওয়ন এলাকাকে ‘ক্লাস্টার আউটব্রেক’ বা গুচ্ছ সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন মেয়র পার্ক ওন। গত কয়েকদিনে যতজন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগের সঙ্গেই নাইটক্লাবের সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে।
পার্ক ওন জানান, নাইটক্লাবে যাতায়াত করেছেন এমন ব্যক্তি এবং এসব ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন এমন ৭ হাজার ২৭২ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এদিকে, দেশটিতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে উপসর্গহীন রোগীরা। ইতোমধ্যেই উপসর্গহীন রোগীর হার ৩৬ শতাংশের বেশি। এ সংখ্যা দ্রুত বাড়ছে। পার্ক ওন সতর্ক করে বলেছেন, দ্বিতীয় ধাপে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। গত সপ্তাহে ইতাওন নামের একটি নাইটক্লাবে গিয়েছিলেন প্রায় ১০ হাজার ৯০৫ জন। তাদের সবাইকে করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে সংক্রমণের বিস্তার ঠেকাতে বিভিন্ন ক্লাব এবং বিনোদন কেন্দ্রে যাওয়া লোকজনকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১০ হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০৬ জন।
উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা : করোনার উৎপত্তিস্থল চীনের উহানে আবারও সংক্রমণ ফিরে আসায় সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবারই করোনা পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে উহানের সব নাগরিকের এ করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে। ১১ সপ্তাহ ধরে কঠোর লকডাউনের পর ৮ এপ্রিল সব কিছু খুলে দেয়া হয় উহানে। এরপর টানা ১ মাসের বেশি সময় ধরে সেখানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু রোববার শহরটিতে নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। তবে পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। কীভাবে ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা শেষ করা যায় সে বিষয়টি উহানের সব জেলা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। সরকারি ঝুঁকিপূর্ণ কর্মকর্তাদের শনাক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। উহান ইউনিভার্সিটির এক পরিচালক বলেছেন, ইতোমধ্যে উহানের ৩০ থেকে ৫০ লাখ মানুষের করোনা পরীক্ষা হয়ে গেছে। এখন উহান কর্তৃপক্ষ বাকি ৬০ থেকে ৮০ লাখ মানুষের পরীক্ষা ১০ দিনের মধ্যে শেষ করতে সক্ষম।
লকডাউন তুলছে রাশিয়া : রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন মঙ্গলবার থেকে দেশব্যাপী লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন। ব্যবসা-বাণিজ্য খোলা থেকে শুরু করে সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৬ সপ্তাহ লকডাউন রাখে রাশিয়া। কিন্তু তারপরও সংক্রমণ রুখতে পারেনি। ইতোমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।
অর্থাৎ বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত এখন রাশিয়ায়। তাদের সামনে আছে শুধু যুক্তরাষ্ট্র, স্পেন ও যুক্তরাজ্য। রাশিয়ায় মৃতের সংখ্যা ২ হাজার ১১৬। আক্রান্ত ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫৬ জন। তারপরও লকডাউন তুলে ফেলার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাধর দেশটি।
ধীরে ধীরে সব খুলছে ইউরোপের দেশগুলোয় : এশিয়ায় করোনার দ্বিতীয় ধাক্কা দেখেও আতঙ্কিত নয় ইউরোপ। এ মহাদেশের দেশগুলো লকডাউন তুলে ধীরে ধীরে স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে। স্পেনের কিছু অংশে কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। সেখানে দোকানপাট ও রেস্টুরেন্ট পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে। ফ্রান্সেও লকডাউন শিথিল করা হয়েছে। সোমবার লকডাউন শিথিলের প্রথমদিনই লোকজনকে সিয়েনে নদীর তীরে সমবেত হতে দেখা গেছে। সেখানে বসে তারা সময় কাটিয়েছেন, খাবার ভাগাভাগি করে খেয়েছেন। বেলজিয়ামেও সোমবার থেকে অধিকাংশ দোকান খুলে দেয়া হয়েছে। তবে রেস্টুরেন্ট, বার ও ক্যাফে বন্ধ থাকছে। সুইজারল্যান্ডে প্রাইমারি ও মাধ্যমিক স্কুল খুলছে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। রেস্টুরেন্ট, বইয়ের দোকান ও জাদুঘরে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। জার্মানিতেও লকডাউন শিথিল হয়েছে। সেখানে সব ধরনের দোকান খুলে দেয়া হয়েছে। স্কুলে যেতে শুরু করেছে দেশটির শিক্ষার্থীরা। ব্রিটেনে পাঁচ ধাপে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।