আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন মুন জায়ে-ইন।
কেন্দ্রফেরত ভোটারদের মধ্যে জরিপ চালিয়ে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়।
জরিপ অনুযায়ী, দক্ষিণ কোরীয়রা তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মুন জায়ে-ইনকে বেঁছে নিয়েছেন। জায়ে-ইন ৪১ দশমিক ৪ শতাংশ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী হং জুন-পিয়ো ২৩ দশমিক ৩ শতাংশ ভোট পেতে পারেন।
মুন জায়ে-ইন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উত্তর কোরিয়ার সঙ্গে বড় পরিসরে সংলাপের পক্ষে অবস্থান নেন, যা দেশটির বর্তমান নীতিগত অবস্থান থেকে ভিন্ন।
দুর্নীতির দায়ে আগের প্রেসিডেন্ট পার্ক গিউন-হে অভিসংশিত হওয়ার পর নতুন নির্বাচন দেয় দক্ষিণ কোরিয়া। ঘনিষ্ট বান্ধবীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেন পার্ক গিউন-হে।
মুন জায়ে-ইন দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি মানবাধিকার আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া থেকে পার্ক গিউন-হের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন। তবে এবার তিনি সহজেই নির্বাচিত হচ্ছেন।
পার্ক গিউন-হের আমলে কলঙ্কিত হয়ে পড়া দক্ষিণ কোরিয়াকে নতুন পর্যায়ে উন্নীত করার অবস্থান নিয়ে নির্বাচনে লড়েন মুন জায়ে-ইন। মঙ্গলবার সকালে নিজের ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘আমার দল বা আমিই শুধু নয়, দক্ষিণ কোরিয়ার জনগণ সরকারের মধ্যে পরিবর্তন চায়।’


