
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আদালত তাকে গ্রেপ্তার নির্দেশ দিয়েছে। এরপরই পুলিশ ৬৫ বছর বয়সী গিউন-হাইকে আটক করে রাজধানী সিউলের একটি কারাগারে নিয়ে যায়।
পার্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ঘনিষ্ঠ বান্ধবী চোই সুন-সিলকে বিশাল অংকের আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সুন-সিল রাজনৈতিক আনুকূল্য পাইয়ে দেওয়ার বিনিময়ে স্যামসাংসহ বড় বড় কোম্পানির কাছ থেকে বড় অংকের চাঁদা আদায় করেছেন। চলতি মাসের প্রথম দিকে অভিসংশনের মাধ্যমে ক্ষমতা হারান পার্ক । দক্ষিণ কোরিয়ার এই প্রাক্তন প্রেসিডেন্ট অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সিউলের কেন্দ্রীয় জেলা আদালতে পাক গিউন-হাইয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি গোপন তথ্য ফাঁস করে দেয়াসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে এসব অভিযোগের শুনানি হয়। দীর্ঘ নয় ঘণ্টাব্যাপী শুনানিতে পার্ক উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পার্ককে গ্রেপ্তারের কারণ হিসেবে আদালত বলেছে, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণ হচ্ছে তার বিরুদ্ধে আনা মূখ্য অভিযোগগুলি যাচাই করা হয়েছে এবং এগুলোর প্রমাণ ধ্বংস করে ফেলার আশংকা রয়েছে।’
আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আগে ২০ দিন পর্যন্ত পার্ক গিউন-হাইকে আটক রাখা যাবে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হলে তার অন্তত ১০ বছরের কারাদণ্ড হবে।