আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে, দক্ষিণ সুদানে জাতিগত নির্মূল প্রক্রিয়া চলছে। কমিশনের তিন সদস্যের প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
২০১৩ সালে দক্ষিন সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থকদের মধ্যে ক্ষমতা দখল করা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়। দিনকা উপজাতি সালভা কির ও নুয়ের উপজাতি রিক মাচারের বিরোধে জড়িয়ে পড়ে। চলতি বছরের প্রথম দিকে কির ও মাচার সমঝোতায় এলেও কয়েক মাসের মাথায় ফের দুই গ্রুপে লড়াই শুরু হয়ে যায়। এরপরই দিনকা ও নুয়ের উপজাতি ও তাদের সমর্থকরা পরস্পরকে জাতিগতভাবে পুরোপুরি নির্মূলের চেষ্টা করে যাচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের তিন সদস্য দক্ষিণ সুদানে বুধবার তাদের ১০ দিনের সফর শেষ করেছেন। তারা জানিয়েছেন, দেশটির ৬৪টি উপজাতি গোষ্ঠীর মধ্যে বিভেদ বেড়ে চলছে। সহিংসতাপূর্ণ এলাকাগুলোতে গণহত্যা ও গণধর্ষণ চলছে। এছাড়া ধ্বংস করা হচ্ছে একের পর এক গ্রাম।
কমিশনের প্রধান ইয়াসমিন সুকা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দুর্ভিক্ষ, গণধর্ষণ ও গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়ে দক্ষিণ সুদানে বেশ কিছু এলাকায় জাতিগত নির্মূলের প্রক্রিয়া চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘রুয়ান্ডাতে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি চলছে এবং এটি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যকতা রয়েছে।’
জাতিসংঘের এই কর্মকর্তা সহিংসতা বন্ধে অবিলম্বে দক্ষিণ সুদানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারিরও আহ্বান জানিয়েছেন।