রাজধানীর দক্ষিনখান থানাধীন কোটবাড়ী এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশের সন্ধান মিলেছে। কোটবাড়ী এলাকার রেল লাইন সংলগ্ন পুকুরে এই লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় জনতা।
দক্ষিনখান থানার ইনেস্পেক্টর মজিবর ক্রাইমপেট্রোলবিডিকে জানান, “রেললাইন সংলগ্ন পুকুরে একটি লাশ ভেসে আছে। পরে আমি সহ আরো পুলিশ সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। আমরা লাশটি উদ্ধার করেছি, এখন আমরা পরিচয় বের করার চেষ্টা করছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এই পুকুরের আশপাশে মাদক বিক্রির আস্থানা।