সচিবালয় প্রতিবেদক : দক্ষ করে গড়ে তুলতে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রোববার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালনা বোর্ডের ৪৬তম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্থানীয় সরকারের সকল পর্যায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন চালু করেছে।’
তিনি বলেন, ‘দেশকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে এই নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষ করে গড়ে তুলতে হবে। যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধিরা আরো সূচারুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম হবেন।’
মন্ত্রী এনআইএলজিকে গুণগত গবেষণা কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘ষাট হাজারেরও অধিক নির্বাচিত জনপ্রতিনিধি যদি একযোগে দেশের জন্য কাজ শুরু করেন তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’
তিনি প্রতিষ্ঠানটির আধুনিকায়নে সম্প্রসারিত ভবন ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন বলে জানান।
মন্ত্রী স্থানীয় সরকারের নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য, পৌর মেয়র ও কাউন্সিলর, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রশিক্ষণ প্রদানে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ‘এনআইএলজিকে মৌলিক গবেষণা ও উদ্ভাবনীর দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, এনআইএলজির মহাপরিচালক তপন কুমার কর্মকার ও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


