
ক্রীড়া প্রতিবেদক : ‘মাশরাফি চাইলে টি-টোয়েন্টি খেলতে পারে। দলের প্রয়োজনে তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো হতে পারে।’- শুক্রবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
দলের সঙ্গে বিসিবি সভাপতিও শুক্রবার শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেন। বিসিবির পক্ষ থেকে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।
মাশরাফিকে দলের প্রয়োজনে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা জানালেও অধিনায়ক হিসেবে থাকছেন না, নিশ্চিত করেছেন নাজমুল। বিসিবি বসের ভাষ্য,‘মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছে! তবে তাকে টি-টোয়েন্টি দলে রাখা হবে।’
বোর্ড সভাপতি মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার কথা জানলেও প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফি ঘোষণা দিয়েছিলেন,‘এটা আমার শেষ টি-টোয়েন্টি সিরিজ।’ বোর্ড সভাপতি টি-টোয়েন্টিতে মাশরাফির থাকার কথা জানালেও মাশরাফি কি ভাবছেন? বিমানবন্দর ছাড়ার আগে জানিয়ে গেলেন,‘কোনো সম্ভাবনা নেই।’
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ১০ টি-টোয়েন্টি জিতেছে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ৫৪ টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৭৭। বল হাতে উইকেট নিয়েছেন ৪২টি।