
ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। পহেলা মার্চ চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে কিউইরা।
দুই ম্যাচে পিছিয়ে পড়ায় চতুর্থ ওয়ানডে ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাড়িয়েছে। সিরিজে টিকে থাকতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। চতুর্থ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে কিউই দর্শকদের জন্য সুখবর যে চতুর্থ ওয়ানডেতে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান মার্টিন গাপটিল।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে প্রায় এক মাস পর দলে ফিরছেন গাপটিল। দলের গুরুত্বপূর্ণ সময়ে তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত স্বাগতিক দলের সমর্থকরা। গাপটিলের ফেরা নিয়ে কিউই কোচ মাইক হেসন বলেন, ‘সে (গাপটিল) দারুণ ফর্মে বিভিন্নভাবে ব্যাটিং করে আসছিল। হ্যামস্ট্রিংয়ের চোট তার গতি কিছুটা থামিয়ে দেয়। সে বিশ্বমানের একজন ব্যাটসম্যান এবং তাকে আবারও ফিরে পাওয়াটা আনন্দের।’
চতুর্থ ওয়ানডেতে গাপটিলের পাশাপাশি ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন জিতান প্যাটেল। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এ অফস্পিনার।
চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, টম লাথাম, রস টেইলর, জেমস নিশাম, লুক রঞ্চি, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, লুকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ইশ সৌদি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।