ক্রীড়া প্রতিবেদক : দলে বড় কোনো তারকা নেই। কিন্তু যারা আছে তারা সবাই পরীক্ষিত ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটার। সবার অনুপ্রেরণা মাহমুদউল্লাহ রিয়াদ।
খুলনা টাইটান্স বিপিএলের এবারের আসরের নতুন দল। নতুন কিছু করার চ্যালেঞ্জ মাহমুদউল্লাহর কাঁধে। ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটার মাহমুদউল্লাহর পারিশ্রমিক ৫০ লাখ টাকা। গতবার বরিশাল বুলসকে অসাধারণ নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন মাহমুদউল্লাহ। এবারও একই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছেন ডানহাতি এ অলরাউন্ডার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন আসরেই খেলেছেন কেভিন কুপার। এবার কুপার খেলবেন খুলনায়। সঙ্গে আছেন মোশাররফ হোসেন রুবেল। তাদের দুজনের নাম আলাদা করে বলতেই হবে। কারণ বিপিএলের শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় এ দুজনের অবস্থান প্রথম ও তৃতীয় স্থানে। কুপার ৪৯ ও রুবেল ৩৬ উইকেট পেয়েছেন। বোলিংয়ে দুজনের আট ওভার নিশ্চিতভাবেই ‘সেরা’।
মাহমুদউল্লাহর জাতীয় দলের সতীর্থ শফিউল ইসলামও আছে এ দলটিতে। এছাড়া শুভাগত হোম, অলোক কাপালি, আরিফুল হকদের মিশেলে খুলনা সেরা। তরুণ ঝড় তোলা ওপেনার হাসানুজ্জামানও আছেন খুলনায়। অনেকটা ঘরের ছেলে হাসানুজ্জামান। খুলনার মালিকানাধীন জেমকন গ্রুপের পরিচালিত ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুজ্জামান। অনূর্ধ্ব-১৯ দলে দূত্যি ছড়ানো আব্দুল হালিমও খেলবেন খুলনার জার্সিতে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে লেন্ডল সিমন্স আছেন এ দলে। তার জাতীয় দলের সতীর্থ আন্দ্রে ফ্লেচারও খেলবেন খুলনার হয়ে। এছাড়া নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলকে এরই মধ্যে দলে নিয়েছে খুলনা।
আইকন/ এ প্লাস ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ।
নতুন ক্রিকেটার: মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম।
তালিকার দেশি ক্রিকেটার: শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আব্দুল মজিদ, অলোক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, তাইবুর রহমান পারভেজ ও আব্দুল হালিম।
তালিকার বিদেশি ক্রিকেটার: লেন্ডল সিমন্স, ব্যান লাফলিং, আন্দ্রে ফ্লেচার, জুনায়েদ খান।
তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: নিকোলাস পুরান, কেভিন কুপার, রিকি ওয়েলস, বেনি হওয়েল, মোহাম্মদ আসগর।