দল জেতাতে এখনই মাঠে নামুন

কুষ্টিয়া প্রতিনিধি : দলের ভেতর কোন্দল ও বিভেদ ভুলে আগামী নির্বাচনে দলকে জেতাতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা অন্যায়, অপকর্ম করবে, আগামী নির্বাচনে তাদের কপালে মনোনয়ন জুটবে না। দলের ভেতর কোন্দল ও বিভেদ সৃষ্টি করবেন না। শেখ হাসিনার নির্দেশ নিয়ে এসেছি, আগামী নির্বাচনে দলকে শক্তিশালী ও জেতাতে এখনই মাঠে নেমে পড়েন।’

আজ বুধবার বিকেলে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার শক্তি বাংলাদেশের জনগণ। তাই শেখ হাসিনার সরকার, বারবার দরকার। উন্নয়নে দরকার, শেখ হাসিনার সরকার।’

উপস্থিত নেতা-কর্মী ও জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ইয়াবা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই ইয়াবাকে না বলুন। এ সময় উপস্থিত সবাই হাত তুলে ইয়াবাকে না বলেন।

মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, ‘ভাবতে পারেন নিজেদের টাকায় পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে। গ্রামের সাধারণ কৃষকরা এখন ইন্টারনেট ব্যবহার করছে। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তাই নেতা-কর্মীদের ভালো হতে হবে সবার আগে। বসন্তের কোকিল ও অনুপ্রবেশকারীরা এখনই কেটে পড়ুন। দলের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না।’

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।