
নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : বৈঠকে সদস্যরা ১৯তম অধিবেশনের স্থায়িত্ব ও আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৯তম বৈঠক রোববার জাতীয় সংসদ ভবনে হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. আবদুর রব হাওলাদার।
বৈঠকে সিদ্ধান্ত হয়- অধিবেশন রোববার শুরু হয়ে প্রতি শুক্রবার, শনিবার, সরকারি ছুটির দিন এবং ৮ জানুয়ারি, ২০ ও ২২ ফেব্রুয়ারি ব্যতীত আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। শুধু ১০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরু হবে বাদ মাগরিব। এ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ৪৫ ঘণ্টা ধন্যবাদ প্রস্তাব আলোচনার সিদ্ধান্ত হয়। প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
এ অধিবেশনে পাঁচটি সরকারি বিলের নোটিস পাওয়া গেছে এবং গত অধিবেশনে অনিষ্পন্ন ১৫টিসহ মোট ২০টি সরকারি বিল রয়েছে। এসব বিলের মধ্যে পাঁচটি পাসের অপেক্ষায়, ১০টি কমিটিতে পরীক্ষাধীন এবং উত্থাপনের অপেক্ষায় রয়েছে পাঁচটি বিল। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোনো বেসরকারি বিলের নোটিস পাওয়া যায়নি। তবে আগে পাওয়া ও অনিষ্পন্ন নয়টি বেসরকারি বিল আছে।
কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।