
নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এমপি। এ সময় কমিটির সদস্য ও মন্ত্রী মোঃ কামরুল ইসলাম এমপি, আ ক ম বাহাউদ্দীন এমপি, মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি, খন্দকার আবদুল বাতেন এমপি এবং বেগম শিরিন নাঈম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
২১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন এই বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন সংস্থার শূন্য পদ ও পদসমূহ পূরণের ক্ষেত্রে গৃহীত ব্যবস্থা সম্পর্কে তথ্য উপস্থাপন ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের জনবলের অভাবে কাজের গতি যাতে শ্লথ হয়ে না যায় সেজন্য শূন্য পদসমূহ দ্রুত পূরণ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং কমিটি দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গঠিত কমিটির কার্যক্রম জোরদার, খাদ্যে ভেজালরোধে ব্যবস্থা গ্রহণ, গঠিত মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।