সংসদ প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন মঙ্গলবার শুরু হয়েছে। অধিবেশন ৯ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশ শুরুর আগে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদের ১৪তম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সে কারণেই গত ১৬ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন।


