দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে বিকেল

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে রোববার বিকেল ৫টায়।

এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ১৭তম অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় থেকে আরো জানায়, অধিবেশন কত দিন চলবে, কোন কোন বিষয়ে কত ঘণ্টা আলোচনা হবে- এসব নির্ধারিত হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

ধারণা করা হচ্ছে, এ অধিবেশনে ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় ও রায়ে দেওয়া প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এবং মিয়ানমারে নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হবে। এ ছাড়া এ অধিবেশনে নতুন কয়েকটি বিল উত্থাপন হবে এবং আগে উত্থাপিত বেশ কয়েকটি বিল পাস হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ২২ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

১৩ জুলাই সংসদের ১৬তম বা বাজেট অধিবেশন শেষ হয়েছিল। পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নিয়ম রক্ষার অধিবেশন হিসেবে এ অধিবেশন দীর্ঘ হবে না বলে জানায় সংসদ সচিবালয়।