দশ আবেদনময়ী নারী রেসলার

বিনোদন ডেস্ক : পেশা তাদের রেসলিং। মঞ্চে প্রতিপক্ষকে ঘায়েল করাই  তাদের প্রধান কাজ। তবে প্রতিপক্ষের পাশাপাশি আবেদনময়ী রূপ দিয়েও পুরুষের মনে ঝড় তোলেন তারা।

সুন্দরী এই রেসলারদের অনেকেই রেসলিংয়ের ময়দানে নামার আগে বিভিন্ন পেশায় কাজ করেছেন। পরবর্তীতে যোগ দিয়েছেন শক্তি প্রদর্শনের এই খেলাতে।

রেসলিংয়ের মঞ্চ কাঁপিয়েছেন এমন কিছু নারী রেসলারের মধ্যে দশ আবেদনময়ী রেসলারকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।