
বিনোদন ডেস্ক : দাঁত নিয়ে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার আক্কেল মাড়ির দাঁতে সংক্রমণ হওয়ায় তার মুখ ফুলে গেছে। এ জন্য তার সার্জারি পর্যন্ত করাতে হবে। প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এদিকে দুইবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সার্জারির উদ্দেশ্যে গেলেও তার সার্জারি করা সম্ভব হয়নি। চিকিৎসক জানিয়েছেন, তার দাঁতে সংক্রমণের কারণে আপাতত সার্জারি সম্ভব নয়, সংক্রমণ সারলে তারপরই সার্জারি করা হবে।
এ প্রসঙ্গে তার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘তার আক্কেল মাড়ির দাঁত উঠেছে। কিন্তু তিনি এটিকে গুরুত্ব না দিয়ে দুইটি পার্টিতে অংশ নেন। এরপর সম্প্রতি তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলে সংক্রমণ হওয়ায় চিকিৎসক তার সার্জারি করেননি। চিকিৎসক জানিয়েছেন, সংক্রমণ ঠিক হওয়ার পরই তার সার্জারি করা হবে। বর্তমানে তিনি অ্যান্টিবায়োটিক নিচ্ছেন এবং এজন্য তিনি কিছুটা অসুস্থ। তবে তার পূর্ব নির্ধারিত বিষয়গুলো তিনি বাতিল করতে চাইছেন না। তিনি তার কাজ সম্পন্ন করে তারপর বিশ্রাম নিতে চাইছেন।’