
জেলা প্রতিবেদকঃ ৭ হাজার ইয়াবাসহ কুমিল্লার দাউদকান্দিতে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের বাগান বাড়ি এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে সোমবার (১২ এপ্রিল) তাদের আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানার সূত্র থেকে জানা যায়, আটকৃত ৩ জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে সবজিকান্দি গ্রামের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীর ঘর থেকে ৭ হাজার ২০০ ইয়াবা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের ১ লাখ ৯৭ হাজার টাকা টাকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও রাজীব পালিয়ে যায়।
পরে দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের মুজাফ্ফর বেপারীর ছেলে নাসির হোসেন, দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী গ্রামের অহিদ মিয়ার ছেলে মো. সুমন এবং সবজিকান্দি বাগানবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকৃতদের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাটানো হয়েছে।