সচিবালয় প্রতিবেদক : দাউদ মার্চেন্টকে কীভাবে ভারতে ফেরত পাঠানো যায় সে বিষয়ে ভারতীয় হাইকমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে যদি এই দেশে থাকতে চায়, তাহলে তাকে ভিসা নিয়ে থাকতে হবে। তা না হলে তাকে চলে যেতে হবে। তিনি কীভাবে চলে যাবেন, সে বিষয়ে ভারতীয় দূতাবাস সিদ্ধান্ত নেবে।’
তাকে পুশব্যাক করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে পুশব্যাক করার দরকার নেই।’
দাউদ মার্চেন্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, না। বাকিটা ভারতীয় দূতাবাস করবে।’
এর আগে, রোববার সন্ধ্যায় দাউদ মার্চেন্টকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান।