দাতাদের অর্থছাড় কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দাতাদের অর্থছাড় ও প্রতিশ্রুতি কমেছে।

যদিও বিষয়টি তদারকির দায়িত্বে থাকা সংস্থা বলছে, এই সময়ে প্রতিশ্রুতি অন্য সময়ের তুলনায় বরং বেশি এসেছে। কিন্তু তা বিশেষ ঋণ হওয়ায় অর্থছাড় ও প্রতিশ্রুতির সাধারণ হিসাবে অর্ন্তভুক্ত করা হয়নি।

এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ফরেন এইড বাজেট অ্যান্ড একাউন্টস (এফএবিএ) বিভাগের উপসচিব মো. রুহুল আমিন বলেন, ‘দাতাদের অর্থছাড় ও প্রতিশ্রুতি কমেছে কাগজে কলমে। এ সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে বড় অংকের ঋণের প্রতিশ্রুতি এসেছিল। কিন্তু সেটি ছিল বিশেষ ঋণ।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে ৯০ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার ছাড় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মোট অর্থছাড়ের পরিমাণ ছিল ১০০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

গত অর্থবছর মোট যে পরিমাণ অর্থছাড় হয়েছে তার মধ্যে ঋণ ৮০ কোটি ৬৬ লাখ ৬০ হাজার এবং অনুদান ৯ কোটি ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরে যে অর্থছাড় হয়েছিল তার মধ্যে ঋণ ছিল ৮৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার এবং অনুদান ১৬ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরে পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি এসেছে এক হাজার ৩৪২ কোটি ২৭ লাখ ৭০ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে এক হাজার ৩৩৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার এবং অনুদান ৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৯৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৮৮ কোটি ১২ লাখ ৪০ হাজার এবং অনুদান ৯ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার।