
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার পর বিশ্ববিদ্যালয়ের আবুল জব্বার মোড়সংলগ্ন রেললাইনে শিক্ষার্থীরা জড়ো হন এবং দুপুর ১২টার দিকে রেলপথ অবরোধ করেন। এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন এবং আজ সকাল থেকে দিনব্যাপী রেল অবরোধ কর্মসূচি ঘোষণা দেন।
জানা গেছে, গত রবিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে রাতেই অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং সব আবাসিক শিক্ষার্থীকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে শিক্ষার্থীরা হলে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া এ বিষয়ে বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে এককভাবে আমার কিছু করার নেই। একাডেমিক কাউন্সিল জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে আন্দোলন করছে। বিষয়টি এখন আমার নিয়ন্ত্রণে নেই, জেলা প্রশাসক যা ভালো মনে করবেন তাই হবে।”