
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে রোববার বিভিন্ন দাবি জানিয়েছেন নিম্ন আদালতের বিচারকরা।
দুই দিনব্যাপী সম্মেলনে দ্বিতীয় দিনে নিম্ন আদালতের বিচারকদের পক্ষ থেকে সিনিয়র জেলা জজ গোলাম মর্তুজা মজুমদার ১১ দফা দাবি তুলে ধরেন।
তিনি বলেন, সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তারা সব শর্ত পূরণ করে পদোন্নতি পেয়েও সেই পদ অনুসারে বেতন-ভাতা পাচ্ছেন না। এ অবস্থার অবসান করতে হবে।অতিরিক্ত জেলা ও দায়রা জজরা মৃত্যুদণ্ডযোগ্য সব অপরাধের বিচার করে থাকেন। জেলায় রাষ্ট্রের অন্য কোনো বিভাগে অতিরিক্ত জেলা জজ পর্যায়ের কোনো কর্মকর্তা নেই। অনেক বিভাগে তার থেকে দুই-তিন ধাপ নিচের কর্মকর্তারা, এমনকি কোনো কোনো বিভাগে প্রবেশ পদের কর্মকর্তারা পূর্ণকালীন গাড়ি ব্যবহার করে থাকেন। অথচ অতিরিক্ত জেলা জজদের কোনো গাড়ি নেই। নিরাপত্তা, পদমর্যাদা ও কাজের প্রকৃতি বিবেচনায় অতিরিক্ত জেলা জজদের উপযুক্ত মানের পূর্ণকালীন গাড়ি সরবরাহ করতে পুনরায় দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সহকারী জজদের স্টেনোগ্রাফার দেওয়ার পুরনো দাবিটিও পুনরায় পেশ করছি। অন্যান্য বিভাগের মতো বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য ঢাকায় একটি রেস্ট হাউসের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
এ ছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের একঘেয়েমি দূর করতে একটি স্পোর্টস এবং রিক্রিয়েশন সেন্টার স্থাপন, বিচারকদের ছেলে-মেয়েদের পড়ালেখার সুবিধার কথা বিবেচনা করে বছরের যেকোনো সময় বদলি না করে বছরের শেষে বদলির বিষয়টি বিবেচনায় নেওয়া, জনস্বার্থে রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কর্মরত বিচারকদের পদোন্নতির পূর্বশর্ত হিসেবে নির্ধারিত ন্যূনতম বিচারকাল অতীতের মতো শিথিল করা, দ্বৈতশাসনের ফলে বিচারকদের বদলি ও পদোন্নতি প্রায়ই স্থবির হয়ে পড়ায় এ অবস্থার গ্রহণযোগ্য সমাধানসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।
ঢাকার অতিরিক্ত জেলা জজ এ কে এম তোফায়েল হাসান বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। দ্বিতীয়বারের মতো সম্মেলনের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হলেও হাতেগোনা কয়েকটি জেলা বাদে বাকি জেলাগুলোতে দীর্ঘ নয় বছরেও ম্যাজিস্ট্রেসির জন্য পৃথক ভবন নির্মিত হয়নি। যথাসময়ে ভবনের কাজ শেষ না হওয়ায় বিচারকদের এখনো এজলাস ভাগাভাগি করতে হচ্ছে, যা জনগণের দ্রুত বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। ম্যাজিস্ট্রেসির ভবনগুলো যাতে যথাসময়ে নির্মিত হয়, তার জন্য সুপ্রিম কোর্ট তদারকি করবেন মর্মে বিনিতভাবে আশা করছি। বিদ্যমান বিধিতে বিচারকদের বদলি, পদোন্নতি ও কর্মস্থল নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে মর্মে বলা আছে। কিন্তু তা সত্বেও পদোন্নতিমূলে পদায়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রদত্ত পরামর্শ অনুযায়ী অনেক ক্ষেত্রে জিও জারি না করে অনেক বিচারককেই মাসের পর মাস পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট বিচারকের পদোন্নতির জিও জারি না করেই জ্যেষ্ঠতার তালিকায় জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির আদেশ জারি করার মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে, যা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ইতিহাসে নজিরবিহীন। ভবিষ্যতে যাতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কোনো কর্মকর্তার পদোন্নতির জিও জারি করা না হয়, সেজন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সদয় ও বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
বিচারকদের নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিতকল্পে জনস্বার্থে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ন্যায়, সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।