
নিজস্ব প্রতিবেদক, যশোর : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকল দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে কথা বলবো। পরে এসব দাবি দাওয়া পূরণে যা যা করণীয় তা বর্তমান সরকার করবে।
এ সময় মন্ত্রী তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শনিবার দুপুরে যশোরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সম্ভাবনার দেশ। আমরা যত দ্রুত হাঁটতে পারবো পৃথিবীর আর কোনো দেশ তা পারবে না।
তিনি উন্নত সমৃদ্ধ জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর প্রমুখ।