
আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমে যাওয়ায় দেশের বাজারে কমল এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম।
সোমবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করা হয়েছে।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমিয়ে মূসকসহ ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা।
সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম আরও কমায় দেশেও আবার দাম কমানো হলো।