দারুস সালামে র‌্যাব-৪ এর অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ হৃদয় হোসেন (২৯) এবং মোঃ রাকিব মাতব্বর (১৯)। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।