
নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাসসহ শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাসের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে তারা বলেন, গত ৩ বছরে দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম, গাড়ি ভাড়া বহুগুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এসবের সঙ্গে সমন্বয় করে শ্রমিকের মজুরি বাড়ানো হয়নি।
একদিকে শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছে সরকার। অপরদিকে মালিকেরা বেআইনি প্রক্রিয়ায় কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দিচ্ছে, শ্রমিকদের ছাঁটাই ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। শ্রমিক প্রতিনিধিদের আলোচনার নাম করে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। যা শ্রমিক অসন্তোষকে আরো বাড়িয়ে দিতে পারে।
তারা অবিলম্বে সৌমিত্র কুমার দাসসহ শ্রমিক নেতাদের মুক্তির দাবি করে। এ ছাড়া কারখানা খুলে দিয়ে মজুরি পুনঃনির্ধারণ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রমিক অসন্তোষ নিরসনের আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহেদুল হক মিলু, সহসভাপতি আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।