দিনাজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

জেলা প্রতিবেদকঃ দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ এলাকায় কোবাদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

কোবাদ আলী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী (পাঠানপাড়া) গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাই আবেদ আলী জানান, পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ বাজার থেকে এশার নামাজের পর বাড়ি ফেরার পথে পলাশবাড়ী (দধিয়াপাড়া) জলিলের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে এলাকার লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের ও থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, যে ব্যক্তি মারা গেছেন তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।