দিনাজপুরে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ৬

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে কাহারোল উপজেলা থেকে ১০ কেজি গাঁজা, মাদক বিক্রির সাড়ে ২৯ হাজার টাকা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে কাহারোল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে হল রুমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মো. ইমাম জাফর তার সহযোগীদের নিয়ে জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে মজিবর রহমান ওরফে বোয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি পলিথিন ব্যাগে ভর্তি গাঁজা উদ্ধার করে। প্রত্যেকটি পলিথিন ব্যাগে ২ কেজি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে সাড়ে ২৯ হাজার গাঁজা বিক্রির টাকা উদ্ধার করা হয়। গাঁজা ক্রয় করতে আসা গৃহকর্তা মজিবর রহমান এর সহযোগি অপর ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাদিপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে মজিবর রহমান ওরফে গোয়াল (৫০), মজিবর রহমানের ছেলে পারভেজ হোসেন (১৯), বাবুল রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম (২০), কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার উত্তর নাগেশ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জুয়েল মিয়া (২৬) ও একই এলাকার শাহ আলমের ছেলে সুজন মিয়া (২৫) এবং কুমিল্লা জেলার কসবা থানার গঙ্গা নগর গ্রামের আবু মুসার মেয়ে ইয়াসমিন আক্তার (২৪)।

গ্রেফতারকৃদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে তারা আন্তঃজেলা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে এভাবেই গাঁজার সরবরাহ এক জেলা থেকে অন্য জেলায় করে আসছেন। তাদের বিরুদ্ধে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় কাহারোল থানায় ডিবি পুলিশের এসআই ইয়াকুব আলী বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।