
দিনাজপুরের চিরিরবন্দরের আমতলিতে মাজেদুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিনগত রাত দেড়টায় এই ঘটনা ঘটে।
মাজেদুর রহমানের বাড়ি দিনাজপুর সদর উপজেলার শেখ পুর ইউনিয়নের রেলঘুন্টি এলাকায়। সে ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক বলে জানা গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দিনাজপুরের চিরিরবন্দরের আমতলিতে মাজেদুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪টি দুর্বৃত্তদের ও একটি নিহত মাজেদুরের। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।