বিনোদন ডেস্ক : প্রতিদিন ৪ ঘণ্টা বাথরুমে কাটান বলিউড কিং শাহরুখ খান। সবাইকে অবাক করে দিয়ে এভাবেই কথাগুলো বলেন বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এ করণ জোহর এ কথা বলেছেন।
কপিল শর্মার কমেডি শোয়ে করণ বলিউডের কয়েকজন তারকার গোপন কথা ফাঁস করেন। এ সময় শাহরুখ সম্পর্কে করণ বলেন, ‘শাহরুখ খান প্রতিদিন নিজের বাথরুমে ৪ ঘণ্টা সময় কাটান।’
এমন কথা শুনে অনেকের চোখ কপালে উঠলেও কথা বলতে থামেননি এই নির্মাতা। বরং বলিউডের অন্য তারকাদের নিয়েও মন্তব্য করেন তিনি। এ সময় করণ আরো বলেন, ‘আলিয়া ভাট আসলে খুব ইন্টেলিজেন্ট। কারিনা কাপুর খুব গসিপপ্রিয়। কথা যা শোনেন, তা ঠেলে দেন রণবীর কাপুরের দিকে। আর ভাই রণবীর তা রাষ্ট্র করে দেন। আর দীপিকা খুব ইমোশনাল। চট করে তার চোখে পানি চলে আসে।’