লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুনের ঘটনায় এক শিশুর মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। ওই ঘটনার একদিন পার হলেও এখনও আগুনের কারণ উদঘাটন হয়নি। পাশাপাশি নৃশংস ওই ঘটনায় এখনও হয়নি মামলা। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, উদ্বেগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি উঠছে নানা প্রশ্নও।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকার বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
আগুনে নিহত শিশুটির নাম আয়েশা বেগম (৭)। আহতরা হলো- দুই কন্যা সামিয়া আক্তার বীথি আক্তার ও সালমা আক্তার স্মৃতি। তারা ওই আগুনে দগ্ধ বেলাল হোসেন মেয়ে। বেলালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
বীথি ও স্মৃতি বর্তামনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছে, চলতি মাসের পাঁচ ডিসেম্বর দগ্ধ স্মৃতির বিয়ে হয়েছে। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়ে তার অবস্থা আশঙ্কজনক। তবে বিথির অবস্থা কিছুটা উন্নতির দিকে।
এদিকে আগুনে নিহত পরিবারের ছোট মেয়ে আয়শাকে শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বেলাল হোসেন নিজেও দগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে, আগুনের ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন কারণ শনাক্ত না হওয়ায় নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা বলছেন, এই আগুন কী পরিকল্পিত নাশকতা, নাকি অন্য কোনো রহস্যজনক কারণ? তাছাড়া এখনও মামলা না হওয়ায় বিষয়টি আরও ঘোলাটে হয়ে উঠছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ, কম্বল ও শুকনো খাবার সহায়তা দিয়েছেন।


