দিলীপ কুমারের স্ত্রী আইসিইউতে

বিনোদন ডেস্কঃ রক্তচাপের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সায়রা বানুকে। শুধু তাই নয়, জানা যাচ্ছে আইসিইউতেও স্থানান্তরিত করতে হয়েছে প্রখ্যাত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী এবং বলিউড অভিনেত্রীকে। জানা যাচ্ছে, গত তিনদিন ধরেই রক্তচাপের সমস্যায় ভুগছিলেন সায়রা বানু। সমস্যা বাড়ায় তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তিও করতে হয়। কিন্তু রক্তচাপের সমস্যা না কমায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে সতন্ত্র নজর রেখেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, অসুস্থতার কারণে তিনদিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে সায়রাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে বিশেষ যত্নে চলছে তার চিকিৎসা।

প্রসঙ্গত, এ হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা। বয়স হয়েছিল ৭৭ বছর।

ওই সময় প্রবীণ অভিনেত্রী পাশে পেয়েছিলেন তার ‘মুহ বোলা বেটা’ (পাতানো সম্পর্ক) শাহরুখ খান, বলিউডের আর এক তারকা অভিনেতা ধর্মেন্দ্রকে। দিলীপ কুমারের মৃত্যু দীর্ঘ কয়েক দশকের দাম্পত্যে দাড়ি টানতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সায়রা বানু।

শেষকৃত্যের পর অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আল্লাহ আমার বেঁচে থাকার কারণ কেড়ে নিলেন। ‘সাহাব’কে ছাড়া আমি কিছু ভাবতে পারি না।’

‘জংলি’ সায়রা বানুর প্রথম হিন্দি ছবি। বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপুর। তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘পড়োশন’ (১৯৬৮), ‘হেরা ফেরি’ (১৯৭৬), ‘দিওয়ানা’ (১৯৬৭) ‘পুরব ঔর পশ্চিম’ (১৯৭০)-এর মতো ছবিগুলো।

১৯৬৬ সালে তার ‘স্বপ্নের রাজকুমার’ দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয়। তখন সায়রা বানুর বয়স মাত্র ২২। বিয়ের পরেও আরও ১০ বছর অভিনয় করেন তিনি।

সূত্রঃ এবিপি আনন্দ