আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ভূমিকম্প হয়।
ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট। গুরগাঁও, ফরিদাবাদ, নদীয়া ও গাজিয়াবাদেও এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২।
সংস্থাটি আরো জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার রেওয়ারি অঞ্চলের বাওয়ালে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।