
জ্যেষ্ঠ প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৩ মে। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ প্রতীক্ষিত এ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান কর্তৃপক্ষ এ ছাড় ঘোষণা করেছে।
আগামী ৩০ মে’র মধ্যে যারা টিকিট ক্রয় করবেন তারা এ ছাড়ের সুযোগ নিতে পারবেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
তিনি বলেন, ঢাকা থেকে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি লাভজনক রুট হবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, ১৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন (সোম, বৃহস্পতি ও শনিবার) ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
শাকিল মেরাজ আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় ফ্লাইট ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।
তিনি বলেন, ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকিট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার (প্রায় ২৫ হাজার টাকা) এবং এক বছর মেয়াদি টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার (প্রায় ২৭ হাজার টাকা) ভাড়া নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে এ রুটটি বন্ধ করে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় বিমানের রুট ছিল ২৮টি। চালু ছিল ২৬টি। কমতে কমতে এখন চালু আছে আঞ্চলিকসহ ১৫টি রুট।