দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে উগ্রপন্থীদের হানা ও হুমকির ঘটনায় ভারত সরকারের দেওয়া প্রেসনোট বা বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কঠোর অবস্থান জানান।
তিনি এই ঘটনাকে ভারতের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বা উদ্দেশ্যপ্রণোদিত বলে ইঙ্গিত করেন।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনটি কূটনৈতিক এলাকার বেশ গভীরে অবস্থিত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাইকমিশনটি বাইরের কোনো জায়গায় বা কূটনৈতিক জোনের শুরুতে নয়। একটি উগ্রপন্থী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কীভাবে পৌঁছালো? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, তারা সেখানে এসে কেবল প্রতিবাদই জানায়নি বরং আরও অনেক আপত্তিকর কথা বলেছে। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, সরাসরি প্রমাণ না থাকলেও আমরা শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।


