দীপিকার নতুন সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হলিউডেও এখন পরিচিত মুখ তিনি। কিন্তু এক সময় হতাশায় ভুগতেন এ অভিনেত্রী। আর এ হতাশা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ইকোনোমিকস সামিতে বক্তব্য রাখেন দীপিকা পাড়ুকোন। এ সময় তিনি বলেন, ‘আমার মনে হয় না আমি বলতে পারব, হতাশা সম্পূর্ণ কাটিয়ে উঠতে পেরেছি। সব সময় মনে এই ভয় হয় যে, আমার মনের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে কারণ এটি আমার জন্য খুবই খারাপ একটি অভিজ্ঞতা ছিল।’

২০১৬ সালে একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তার হতাশার বিষয়টি প্রথম প্রকাশ করেন দীপিকা। সমাজ থেকে এ ধরনের বিষয় দূর করার জন্যই এটি প্রকাশ করেন এ অভিনেত্রী। পরবর্তীতে এ উদ্দেশ্যে ‘দ্য লিভ লাভ লাফ’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন।

কিন্তু হতাশার ব্যাপারটি প্রকাশ করার পর সিনেমার কাজ পেতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? উত্তরে বাজিরাও মাস্তানি অভিনেত্রী বলেন, ‘সম্ভবত কিছু মানুষ আমাকে অভিনয়ের প্রস্তাব দেননি কারণ তারা মনে করেছেন আমি হতাশায় ভুগেছি এবং অভিনয় করতে পারব না। হতে পারে, আমি জানি না। আমি ভালো অবস্থানে রয়েছি কারণ আমার পছন্দ মতো সিনেমায় অভিনয় করতে পারি। কিন্তু কোথায় এবং কখন কাজ করবে এগুলো পছন্দ করার বিলাসিতা সবার ভাগ্যে হয় না।’

এর আগে হতাশা প্রসঙ্গে দীপিকা জানিয়েছিলেন, ২০১৩ সালে একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ২০১৪ সালের শুরুর দিকে তার জন্য স্বীকৃতিও পেয়েছিলেন। তখন পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু সমস্যা শুরু হয় তারপর। কারণ এরপর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয় যে, কখনো ভালো অনুভব করতেন কখনো খারাপ। পাশে মানুষ থাকলে মাঝে-মধ্যে ভালো লাগত, আবার কখনো খারাপ লাগত। ঘুম থেকে ওঠার পর প্রায়ই খুব ক্লান্তি অনুভব করতেন। দিনের পর দিন ঘুমিয়ে থাকা ছাড়া তার কিছুই করতে ইচ্ছে করত না বলেও জানান দীপিকা।

দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা পদ্মাবতী। চিতরের মহারানা, তার সুন্দরী স্ত্রী এবং পদ্মিনির রূপে পাগল হওয়া স্বৈরশাসক সুলতান আলাউদ্দিন খিলজির প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। এটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। দীপিকা ছাড়াও এতে অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। আগামী ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।