
এইচ এম আমানঃ রাজধানী ঢাকার উত্তরার উত্তরখান মাজার রোডে বালুর মাঠ এলাকায় মেধাবিদের সাফ্যলে উদ্ভাসিত, দূঢ় অদম্য, মমনমীলতার উঠন্তসত্যাদের ধারাবাহিক সাফ্যলে উত্তরখান আইডিয়াল স্কুল। আধুনিক প্রগতিশীল শিক্ষাকে টেকসই পদ্ধতিতে বিতরণের ফল এই শিক্ষা প্রতিষ্ঠান । তাঁদের গৌরবদীপ্ত মর্যাদাকে প্রতি নিয়ত সমপ্রসার করে যাচ্ছেন। পি ই সি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষা), জে এস সি (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষা) শতভাগ পাশসহ রেকর্ড পরিমানে জিপিএ- প্রাপ্তিতা ফলে উজীবিত শিক্ষা প্রতিষ্ঠানটি গৌরবিত ললাট উত্তরখান আইডিয়াল স্কুলের আলোকিত সিঁড়িপথকে আরো রশ্নিময় ও উজ্জলত্বর করতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা- অধ্যক্ষ- ও পরিচালক জনাব এম এ আজিজ ও তার আদর্শিক উত্তরাধিকার শিক্ষক, শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠায় আরও দীপ্তময় শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে উত্তরখান আইডিয়াল স্কুল মাতা উঁচু করে দন্ডায়মান।