দীর্ঘ সাত বছর পর খুলতে যাচ্ছে রাজশাহী পলিটেকনিট ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : দীর্ঘ সাত বছর পর খুলতে যাচ্ছে রাজশাহী পলিটেকনিট ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো। চলছে সংস্কার কাজ।

আশা করা হচ্ছে, সংস্কার কাজ শেষে আগামী জুনের মধ্যেই ছাত্রাবাসগুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফলে সংস্কার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে শিক্ষা প্রকৌশল দপ্তর।

ছাত্রাবাস খুলে দেওয়ার সংবাদে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তারা বলছেন, আবাসিক সমস্যার কারণে নানা প্রতিকূলতার মধ্যে লেখাপড়া করছেন। বন্ধ ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হলে কিছুটা হলেও আবাসন সঙ্কটের সমাধান হবে বলে মনে করছেন তারা।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে রাজশাহী পলিটেকনিট ইনস্টিটিউটের দুই ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস। ওই দিন ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রমৈত্রী পলিটেকনিক শাখার সহসভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি নিহত হন।

এরপর পরিস্থিতি সামাল দিতে ওই দিনই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পলিটেকনিক ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। সেদিনই ছাত্রাবাস ছেড়েছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রায় সাড়ে চার মাস পর ২০১০ সালের ২৬ মে ক্যাম্পাস খুললেও বন্ধ করে দেওয়া হয় ছাত্রাবাসগুলো। ফলে শিক্ষার্থীরা পড়েন আবাসন সঙ্কটে। আর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই আবার ছাত্রাবাস খোলার কথা ভাবছে কর্তৃপক্ষ।

পলিটেকনিক কর্তৃপক্ষের ভাষ্য, দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় কারণে ছাত্রাবাসগুলো শিক্ষার্থীদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না করলে বাসযোগ্য করা যাবে না। মাসখানেক হলো সংস্কার কাজ সীমিত পর্যায়ে শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংস্কার কাজে আরো গতি আসবে। সংস্কার শেষ হলে সব পক্ষের সঙ্গে কথা বলে ছাত্রাবাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, শাহ নেয়ামতুল্লাহ (রহ.) ছাত্রাবাস ও শহীদ মনোয়ার ছাত্রাবাসে আসন রয়েছে ২৪০। আর মেয়েদের জন্য একমাত্র আক্তারুন্নেসা ছাত্রীনিবাসে আসন ৬০। বর্তমানে ৮টি টেকনোলজিতে প্রায় তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। আর প্রতিষ্ঠানটির জন্ম ১৯৭৩ সালে।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আকবর খান বলেন, ছাত্রাবাসগুলো দীর্ঘদিন পড়ে থাকায় ফ্যান ও বৈদ্যুতিক লাইনসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। অনেক কক্ষের জানালা-দরজা ও গ্রিল নেই। আসবাবপত্রগুলো নষ্ট হয়ে গেছে। তারা বারবার মেরামত করে চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

তিনি আরো বলেন, স্থানীয় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তের তিনটি ছাত্রাবাস বসবাসের উপযোগী করতে সংস্কারের জন্য ২২ লাখ টাকার এস্টিমেট দিয়েছে। তবে সম্প্রতি ৯ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বাকি টাকা অচিরেই ছাড় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হয়ত আগামী সপ্তাহের মধ্যেই এ বরাদ্দ ছাড় করা হবে। আমরা আশাবাদী, আগামী জুন মাসের মধ্যে ছাত্রাবাসগুলো শিক্ষার্থীদের বসবাসের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ ব্যাপারে রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, যে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছিল তার সামান্য অংশ পাওয়া গেছে।তা দিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে। বাকি বরাদ্দ অতিদ্রুত ছাড় করা হবে। এর ফলে দ্রুত সংস্কার কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসগুলো উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।