
বিনোদন ডেস্কঃ প্রায় ৪ মাস পর কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকায় ফেরার পর চমক দেখালেন এই অভিনেত্রী! জানালেন, ‘জলে জ্বলে তারা’ শিরোনামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছে আলোচিত অভিনেত্রী মিথিলা। দুই বাংলাতেই সমান তালে অভিনয় করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ‘জলে জ্বলে তারা’ নামের সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। এতে মিথিলার নায়ক হচ্ছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম। সরকারি অনুদানে ইফফাত আরেফিন তন্বীর গল্পে এটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী।
২০১১ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম। ‘জাগো’ নামের সেই ছবির পর গত ১০ বছর তাঁকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। এর কারণ সিনেমার চিত্রনাট্য, গল্পে সন্তুষ্ট ছিলেন না। অনেক চিত্রনাট্য হাতে পেলেও কোনোটি ৫০ ভাগের বেশি খুশি করতে পারছিল না। তাই অপেক্ষায় ছিলেন। ফলও পেলেন। এক দশক পরে শতভাগ খুশি হয়ে বড় পর্দায় ফিরছেন নাঈম।
অরুণ চৌধুরীর পরিচালনায় সরকারি অনুদানের ছবি ‘জলে জ্বলে তারা’য় গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। নাঈম জানান, গান যখন নিয়মিত করা হলো না, তখন অভিনয়ের দিকেই মনোযোগী হয়েছিলেন। চেয়েছিলেন সিনেমা কম করলেও নিজের পছন্দেই করবেন।
নির্মাতা অরুণ চৌধুরী ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এর আগে আমি ২টি সিনেমা পরিচালনা করেছি। ‘জলে জ্বলে তারা’ আমার তিন নম্বর সিনেমা। তবে আমার সবগুলো সিনেমাই নারী প্রধান। কয়েকদিন আগেই এই সিনেমার শুটিং শুরু হয়েছে। মিথিলা কলকাতায় থাকার কারণে তার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারিনি। এই ছবিটির জন্য ১৩ অক্টোবর মিথিলা চুক্তিবদ্ধ হয়েছেন।
মিথিলা বলেন, ‘কলকাতা থেকেই আমি সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে কথা চূড়ান্ত করি। ঢাকায় আসার পর (১৩ অক্টোবর) চুক্তিবদ্ধ হই। আমি কলকাতা থাকতেই অরুণদা সিনেমাটির শুটিং শুরু করেন। আমি শুটিং শুরু করব কাল (১৪ অক্টোবর) থেকে। আশা করি ভালো একটি প্রজেক্ট হবে।