ডেস্ক : দুঃসাহসী হওয়া একদিকে যেমন ভীষণ ঝুঁকিপূর্ণ, অন্যদিকে সুবিধাটা হচ্ছে, খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়া যায়।
বিশেষ করে স্যোশাল মিডিয়ার এ যুগে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তারকা খ্যাতি পেতে অনেকের মধ্যে দুঃসাহিসক সব কাজ করার প্রবণতা বাড়ছে। ফেসবুকে কিংবা ইউটিউবে প্রায় প্রতিদিনই দেখা মিলছে এ ধরনের ভিডিওর।
সম্প্রতি রোমানিয়ার এক ইউনিসাইক্লিস্ট তার স্ট্যান্টের নতুন যে ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছেন, তা দেখে হতবাক অনেকেই। ফ্লাভিউ সারনেসকিউ নামক এই ইউনিসাইক্লিস্ট তার ইউনিসাইকেল (এক চাকার সাইকেল) নিয়ে স্ট্যান্ট করেছেন একটি পরিত্যক্ত কারখানার অনেক লম্বা চিমনির ওপরে, যা ২৫৬ মিটার উচু।
২৫৬ মিটার উচু এই চিমনির অভ্যন্তরে পড়ে গেলে যেখানে মৃত্যুনিশ্চিত, সেখানে সারনেসকিউ শুধু যে দুঃসাহসিকভাবে চিমনির ওপরে ইউনিসাইকেল চালিয়েছেন তা নয়, বরঞ্চ মৃত্যু আশঙ্কা সৃষ্টিকারী আরো নানা কিছু করে দেখিয়েছেন।