দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না: রিজভী

দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না, রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।শনিবার (১২ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অনেক ঘটনায় দেখা যাচ্ছে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নেই। জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না।

তিনি আরও বলেন, হাসিনা গেল ১৬ বছরেও পারে নি। চোরের মত ককটেল ফাটিয়ে লাভ নাই, এটা হাসিনার কালচার। কারা এই কাজ করছে, আমরা প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পেরেছি।

এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।