
নিজস্ব প্রতিবেদক : ঢাকার বানানী থানায় দুই তরুণীর দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সাফাতদের গুলশান-২ এর ৬২ নম্বর রোডের ২ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে পুলিশ বলছে, ওই বাসায় সাফাত আহমেদকে পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন জানান, মামলার সব আসামির বাসায় অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সকালে সাফাতের বাসায়ও অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। সাফাত পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার গণমাধ্যমে সাফাতের বাবা দিলদার জানিয়েছিলেন সাফাত বাসায় অবস্থান করছে।
গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে সাফাত আহমেদের জন্মদিনে যোগ দিতে গিয়ে গণধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিরা হচ্ছেন- সাদনান সাকিফ, তার বন্ধু সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী (অজ্ঞাত)।
মামলার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই দুই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা ও ধর্ষণের আলমত সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর ধর্ষণের আলামত পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের।