
নিজস্ব প্রতিবেদক : বনানীর আলোচিত দুই তরুণী ধর্ষণ ঘটনায় হোটেলে সেই রাতে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ পাচ্ছে না পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল আহাদ রাইজিংবিডিকে বলেন, ‘বুঝতে পারছি না কেন ফুটেজ পাওয়া যাবে না। যত ডিলিট করাই হোক তা তো বের করা যায়। আবার এ কথাও সত্য যে সেই রাতের ফুটেজটিই এখন মামলার অন্যতম আলামত হিসেবে কাজ করতে পারে। কেননা, সেখানেই সব কিছু পরিস্কার দেখা যাবে। অপরাধীরাও শনাক্ত হবে। তবে কেন হোটেল কর্তৃপক্ষ বলছে তাদের কাছে ফুটেজ নেই? তারপরও তদন্ত কর্মকর্তারা তদন্ত করবেন ফুটেজ কোথা থেকে কীভাবে মুছে গেল। এই ফুটেজ মূল সার্ভারে আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।’
বনানী থানা পুলিশ বলছে, ঘটনার পরপরই হোটেলে গিয়ে ভিডিও ফুটেজ দেখতে চাওয়া হয়। কিন্তু বলা হয়, তারা এক মাসের বেশি সময়ের ফুটেজ রেখে দেয় না। এ কথার কতখানি সত্যতা আছে তা খতিয়ে দেখা উচিত। হোটেল কর্তৃপক্ষ অসততার আশ্রয়ও নিতে পারে। কেননা, অভিযুক্তরা ঘটনার পরপর প্রভাব খাটিয়ে তা মুছেও ফেলতে পারে। তাদের চাপেই কর্তৃপক্ষ ফুটেজ ডিলিট করে থাকতে পারে।’
অবশ্য এ কথা মানতে নারাজ হোটেলের অ্যাক্সিকিউটিভ (ইন্টারনাল অপারেশন) ফারজান আরা রিমি। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশকে আমরা সব ধরনের সহযোগিতা করছি। আর ওইদিন এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা- তা আমাদের জানার কথা নয়। কেননা, কেউ তো আমাদের কাছে অভিযোগ করেনি। অনেকদিন আগের ঘটনা হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে ওই বিষয়ে কিছু বের করাও সম্ভব হচ্ছে না। কারণ, এক মাসের বেশি সময়ের ফুটেজ রাখা হয় না।’
কোন ধরনের চাপে পড়ে ফুটেজটি ডিলিট করা হয়েছে কিনা? রাইজিংবিডির এই প্রশ্নের জবাবে ফারজান আরা রিমি বলেন, ‘ডিলিট করার প্রশ্নই ওঠে না। কেননা, এক মাসের ফুটেজ ডিলিট করার সময় হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। এক্ষেত্রে কারো প্রভাব খাটানোর কোন সুযোগ নেই।’
পুলিশ বলছে, ফুটেজ পাওয়া না গেলেও আসামিদের অন্য উপায়ে শনাক্ত করা যাবে। সে জন্য রাসায়নিক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। সিআইডি থেকে এ পরীক্ষা করা হবে বলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন।
এদিকে বুধ ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। কিন্তু তাদের গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজন প্রধান আসামি সাফাত আহমেদসহ ৫ জন যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা জারি করেছে। বিমানবন্দর এবং সীমান্ত এলাকায় নাম ঠিকানা ও ছবি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনায় ৬ মে বনানী থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন তারা। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।