নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
মঙ্গলবার সংস্থাটির কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার ফাতেমা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সঠিক তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হবে।
তবে তদন্ত কমিটিতে কারা থাকছেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘এ জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’


