
খেলা ডেস্ক : আইপিএলের দশম আসরে আজ প্রথম বারের মতো মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সনি সিক্স ও সনি ইএসপিএন।
হায়দরাবাদ শিবিরে মুস্তাফিজ আর কলকাতায় সাকিব আল হাসান থাকায় আজ এই দুই তারকাকে দেখার প্রত্যাশায় ছিল বাংলাদেশি ভক্তরা। কিন্তু দুই দলের কোনো একাদশেই স্থান পাননি তারা।
চলতি আসরে শুরু থেকে যোগ দিলেও কলকাতার হয়ে কোনো ম্যাচে এখনও পর্যন্ত খেলার সুযোগ পানানি সাকিব আল হাসান। অন্যদিকে গত ম্যাচে হায়দরাবাদের হয়ে খেললেও আজ একাদশে নেওয়া হয়নি মুস্তাফিজকে। তার পরিবর্তে আজ হায়দরাবাদের একাদশে জায়গা পেয়েছেন মোজেস হেনরিকস। আর বিজয় শঙ্করের পরিবর্তে এসেছেন বিপুল শর্মা।
চলতি আসরে প্রথম ম্যাচে মুস্তাফিজ নিজেকে মেলে ধরতে পারেননি। হায়দরাবাদের হারের দিনে ২.৪ ওভারে ৩৪ রান দিয়েছিলেন উইকেটছাড়াই। বল ঠিকমত পিচ আপ করাতে পারছিলেন না মুস্তাফিজ। তাই আজ তাকে একাদশের বাইরে রাখা হয়েছে।
গত মৌসুমে ৩ বার মুখোমুখি হয়েছিলেন সাকিব-মুস্তাফিজরা। যেখানে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় পেয়েছিল সাকিবরা। তবে, প্রথম এলিমিনেটরে সাকিবদের হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় মুস্তাফিজের হায়দরাবাদ। কিন্তু এবার প্রথম দেখায় তাদের কেউ একাদশে ঠাঁই পাননি।