দুই দল মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

যশোরের মণিরামপুর

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের শার্শায় বড় আচড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, গুলির খোসা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ভবেরবেড় গ্রামের শাজাহানের ছেলে লিটন মিয়া (৪২) ও অজ্ঞাতনামা (৪৫)।

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, বুধবার ভোর ৪টায় বেনাপোল সীমান্তের বড় আচড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ওই স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, গুলির খোসা ও ১০’কেজি গাঁজা উদ্ধার করে।

ওসি জানান, নিহত লিটন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।