
নিজস্ব প্রতিবেদক : দুই দিনের সফরে ভারতের কলকাতায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রাতে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। তার সফরসঙ্গী হয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মঙ্গলবার কলকাতায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা রয়েছে তার। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে।
এছাড়া বুধবার কলকাতার সাহিত্যিক, সাংবাদিকসহ সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সন্ধ্যায় সেতুমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।