
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুই দিনে মনোনয়ন ফরম কিনেছেন ৪৫৩ জন।
রবিবার (৩ অক্টোবর) দলটির দফতর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এরমধ্যে ইউনিয়ন পরিষদের ৪৩০টি, পৌরসভার ১৬টি, উপজেলা পরিষদের একটি ও সিরাজগঞ্জ-৬ উপনির্বাচনের ছয়টি ফরম কিনেছেন দলের নেতারা।
নির্বাচন কমিশনঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ২-৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে আওয়ামী লীগ।
দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।