দুই দেশের সম্পর্কে ‘মারাত্মক অবিশ্বাস’ সৃষ্টি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অযাচিত হস্তক্ষেপের কারণে দুই দেশের সম্পর্কে ‘মারাত্মক অবিশ্বাস’ সৃষ্টি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এমনটি জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চলমান আসিয়ান সম্মেলনে রোববার এক পার্শ্ববৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

টিলারসন বলেছেন, বৈঠকে তিনি ল্যাভরভকে সতর্ক করেছেন, রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জবাব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে রাশিয়ার অযাচিত হস্তক্ষেপ অবশ্যই মারাত্মক ঘটনা। গতকালের আলোচনায় ল্যাভরভকে আমি একথা বলেছি।’

তিনি আরো বলেন, ‘আমি ল্যাভরভকে বোঝাতে চেষ্টা করেছি, এ ঘ্টনা কতটা মারাত্মক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এবং রাশিয়ান-আমেরিকানদের সম্পর্ক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে- তাও বোঝানোর চেষ্টা করেছি। এ ঘটনা দুই দেশের মধ্যে মারাত্মক অবিশ্বাস তৈরি করেছে, যা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমাদের।’

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করার যে অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে, তা প্রত্যাখ্যান করেছে রুশ কর্তৃপক্ষ। ট্রাম্পও এ বিষয়ে পুরোপুরি বিশ্বাস করেন না। নির্বাচনের সময় তিনি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মার্কিন গোয়েন্দারা জোর দিয়ে বলেছে, নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল।

রাশিয়ার এই হস্তক্ষেপের জবাব দিতে সম্প্রতি দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা যাতে ট্রাম্প শিথিল করতে না পারেন, তার বন্দোবস্ত করেই মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাশ হয়েছে এবং ট্রাম্প তাতে স্বাক্ষর করেছেন। আর নিষেধাজ্ঞা প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ৭৫৫ কূটনীতিককে বহিষ্কার করেছেন।