
নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি।
সোমবার প্রকাশনার সত্ত্বাধিকারী রবিন আহসান এ কথা জানান।
রবিন এ বিষয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, তার শ্রাবণ প্রকাশনীকে বাংলা একাডেমি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে।
তিনি বলেন, ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ বই প্রকাশের প্রস্তুতির অভিযোগে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ধর্ম নিয়ে আপত্তিকর কোনো বই আমরা আনছি না। তাছাড়া এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ আমরা পাইনি।
তিনি বলেন, একাডেমির ষষ্ঠ সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে শ্রাবণ প্রকাশনীর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।
তিনি বলেন, এর প্রতিবাদে বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করা হবে। তবে কবে হবে সে বিষয়ে এখনো তিনি কিছু জানাননি।